Subscribe our Channel

পঞ্চগড়ে এবার ঈদে বিনোদন পার্ক গুলোতে উপচে পড়া ভিড়

 মো.তোতা মিয়া  :

 

ঈদ আনন্দে মুখরিত হয়ে উঠেছে পঞ্চগড়ের আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। মঙ্গলবার ঈদের দিন, দ্বিতীয় ও তৃতীয় দিন জেলার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  এদিন পঞ্চগড়ের হিমালয় পার্ক, মোহারাজাদিঘী , তেতুলিয়ার ডাক বাংলো, ইকো সোস্যাল পার্ক, রওশনপুর, বাংলা বান্ধা জিরো পয়েন্ট, আটোয়ারীর মির্জাপুর শাহী মর্জিদ, জন্ম ভূমি পার্ক সহ আশপাশের বিনোদন কেন্দ্রে দেখা গেছে বিপুল মানুষের উপস্থিতি। ঈদের দিন সকাল থেকে আকাশ ভালো থাকার কারণে ।

 

 

 

এই সুযোগে ঘর থেকে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজনদের নিয়ে পঞ্চগড়ের আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে বেরিয়ে পরেন দর্শনার্থীরা। ওইসব বিনোদন কেন্দ্রগুলোতে মানুষজনের সমাগম ছিলো চোখে পড়ার মতো।

 

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। সরেজমিনে দেখা গেছে, ঈদের দিন দুপুর থেকে হিমালয় বিনোদন পার্কের সামনে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা।

 

 

হাজার হাজার দর্শনার্থীরা । কিছুক্ষণের মধ্যেই দর্শকদের পদচারণায় পার্ক গুলো প্রাঙ্গণ মুখরিত হয়ে যায়। ১২ বছর বয়সী রাফানকে নিয়ে ঘুরতে এসেছে তার বাবা মোমিনুল হক ।

 

 

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে গত চার ঈদ আমরা ঘরবন্দী ছিলাম। এবার ঈদে গ্রামের বাড়িতে এসেছি । তাই ঈদের দিন স্ত্রী-সন্তান নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরছি। এছাড়াও পঞ্চগড় জেলার অন্যসব বিনোদন কেন্দ্র ছিল লোকে লোকারণ্য।

 

 

তবে পঞ্চগড়ের সাধারণ আর মধ্যবিত্তের বিনোদন কেন্দ্র বলতে হিমালয় প্রাধান্য পেয়েছে। তাই সেখানেই প্রায় সব বয়সী মানুষের জনস্রোত চোখে পড়েছে। ঈদের দিন সকালের পরই এই পার্কে হাজারো মানুষ উপস্থিত হয়।

 

 

প্রতিটি কেন্দ্র নতুন করে সাজিয়ে-গুছিয়ে রাখা হয়। এসব বিনোদন কেন্দ্রের প্রায় সবগুলোতেই ছোট-বড় সবার উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *