
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :
সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাতে মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
এছাড়াও পৃথকভাবে শোক জানান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ, মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।