
নিজস্ব প্রতিবেদক : দেশে এবার বহুল আলোচিত সেই বরগুনার রিফাত হত্যার মামলাটিতে তারই স্ত্রী মিন্নি সহ মোট ৬জনের ফাঁসির আদেশ দিলেন আদালত। ঐ মামলাতে ৪ জনকে খালাস প্রদান করেন আদালত। তাছাড়া সকলকেই ৫০ হাজার টাকা জরিমানা করলেন আদালত।
আজ ৩০ সেপ্টেম্বর দুপুর ১:৪৫ সময় এই মামলাটির রায় ঘোষণা করলেন বরগুনা জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

রিফাত হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীরা : মো. রাকিবুল হাসান (২৩), আল কাইয়ুম (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় (২২), মো. হাসান (১৯) এবং আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯)।
এমনকি এই মামলাতে ৪ জন আসামিকে খালাস দিলেন আদালত। যারা খালাস পেলেন : মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।