Subscribe our Channel

ফের ১০ টি কোম্পানি থেকে পরিচালক পদের ১৭ জনই পদগুলো হারাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক : বিএসইসি এর নিষেধাঙ্গা অনুযায়ী  ৪৫টি কার্যদিবসে নিম্নে  ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হওয়াতে পুঁজিবাজারের তালিকাভুক্ত সেই ১০ কোম্পানি থেকে ১৭ জন পরিচালককে পদ থেকে বহিস্কার ।১৭ জন পরিচালককে পদ থেক অপসারণ করতে  এই  আদেশেটিতে সাক্ষর করলেন ( বিএসইসি ) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। আগামী রোববারেই নির্দেশনাটি জারি করা হবে বলে কশিমনের সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায় । নির্দেশনাটি জারিটি জানালেন এসকল সকল পরিচালককে অপসারণ করতে বিএসইসি থেকেই কোম্পানিগুলোর কাছে চিঠি পৌছে দেয়া হবে । তাতে করে যদি বিএসইসির নির্দেশনা অনুযায়ী পরিচালকদের অপসারণে কোনো কোম্পানি যদি গাফিলতি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *