
নিজস্ব প্রতিবেদক : সরকারের চিন্তাভাবনা ফের স্কুল-কলেজে ছুটি বাড়ানোর বাড়াবে । করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্তমান ছুটি শেষে এটি ফের বাড়ানো হতে পারে। আগামী মঙ্গলবারের (২৫ আগস্টের) এর পরে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। নতুন করে ফের ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানতে পারা যায়।