Subscribe our Channel

পীরগঞ্জের ৭ নং হাজীপুর ইউনিয়নবাসীর কর্মহীনদের পক্ষে :সিদ্দিকুর

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স  :

একটি বিশেষ ঘোষণাঃ

 

ঠাকুরগাঁওয়ের  পীরগঞ্জে  ৭ নং হাজীপুর ইউনিয়নবাসীর মধ্যে কোন পরিবার এই করোনা মহামারীতে কর্মহীন হয়ে প্রকৃতভাবেই খাদ্যের কস্টে থাকলে এবং যেসব নিন্মবিত্ত বা মধ্যবিত্ত পরিবার লোকলজ্জার ভয়ে খাদ্য সহায়তা নিতে লজ্জাবোধ করেন তাদের জন্যে অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান প্রভাষক মোঃসিদ্দিকুর রহমান,ঘোষণা দিয়েছেন যদি কোন নিন্ম-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবাররের লোকজন পরিষদে আসতে ইতস্তত বোধ করেন তিনি নিজে সেই প্রকৃত খাদ্যের কস্টে থাকা পরিবারকে দেশরত্ন শেখ হাসিনার অনুদান তথা খাদ্য সহায়তা পৌছানোর ব্যাবস্থা করবেন।

 

 

 

 

 

 

তিনি আরও বলেছেন সরকারি অনুদান জনগণের অধিকার।সরকারি অনুদানের পাশাপাশি এই মহামারীর সময়ে তিনি ব্যাক্তিগত ভাবেও প্রকৃত খাদ্যের কস্টে থাকা ব্যাক্তিকে খাদ্য সহায়তার ঘোষণা প্রদান করেছেন।এইসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সরকারকে সহোযোগিতা করার জন্যে অনুরোধ করেছেন। যোগাযোগঃ০১৭১২৩৬৩৪৪৯ প্রভাষক মোঃসিদ্দিকুর রহমান চেয়ারম্যান ৭ নং হাজীপুর ইউপি,পীরগঞ্জ,ঠাকুরগাঁও। ধন্যবাদ অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এইরকম একটা সিদ্ধান্ত নেয়ার জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *