
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ আগষ্ট বিএনপি-জামাত জোট সরকারের মদদে দেশের ৬৩টি জেলায় একযোগে প্রায় ৫ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু মুর্যাল চত্তরে এ পথসভা হয়।
পথসভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সভাপতিত্ব করেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীমুজ্জান জুয়েল, আলহাজ্ব মো. শাহাজাহান, সাবেক পৌর মেয়র কশিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, উপজেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নেছা আইভি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীন, কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সভাপতি নুরুন্নবী চঞ্চল, পৌর যুবলীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দরা অংশ নেন।