
ফাইদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের জীবিকায়নের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে । মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর বাস্তবায়নে ৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ইকোপাঠশালা চত্বরে ৪৮ জনকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর-মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ,প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল হক প্রমূখ। এ সময় অর্থ সহায়তা কর্মসূচিতে প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুল হক জানিয়েছেন পীরগঞ্জ উপজেলায় ১২০ জনকে অর্থ সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে ৪৩ জন্য কে নগদ ৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে ৫ জনকে বিকাশের মাধ্যমে প্রেরন করা হবে ।