
নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যানফোর্সমেন্ট ইউনিট।রোববার (১৭ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকারের নেতৃত্বে ও মো. জাফর সাদেক শিবলীর সমন্বয়ে গঠিত ইউনিট ওয়াসা কার্যালয়ে অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তর থেকে পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, অভিযোগ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের বক্তব্য নেওয়া হয়েছে। তিনি তার বক্তব্যে দুদককে জানিয়েছেন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৯ ধারা অনুযায়ী বোর্ড সরকারের অনুমোদনক্রমে এক বা একাধিক উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে পারে এবং তাদের পারিশ্রমিক, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্তাবলি নির্ধারণ করতে পারে। আইন মেনেই নিয়োগ দেওয়া হয়েছে।
এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি।তাকসিম এ খান অ্যানফোর্সমেন্ট টিমকে আরও জানান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পূর্বনির্ধারিত জরুরি মিটিং থাকায় আজ (রোববার) অভিযোগ সংশ্লিষ্ট কোনো রেকর্ডপত্র সরবরাহ করা হয়নি। তবে এ সপ্তাহের মধ্যে নিয়োগ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র সরবরাহ করা হবে।আভিযানিক দল রেকর্ডপত্র পাওয়ার পর অভিযান বিষয়ে শিগগির কমিশনকে বিস্তারিত প্রতিবেদন আকারে দাখিল করবে।
এদিন দুদক অ্যানফোর্সমেন্ট ইউনিট হতে পাঁচটি অভিযোগ বিষয় পদক্ষেপ নেওয়া হয়।