Subscribe our Channel

পঞ্চগড়ে সুফিয়াদের এখনো নেই বিশুদ্ধ খাবার পানি নেই থাকার ঘর 

মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :

পঞ্চগড় ১নং অমরখানা ইউনিয়নের বাস বাড়ি গ্রামের একটি ঝোপের ভিতর সুফিয়া তার একমাত্র মেয়েকে নিয়ে কোনরকম দিনে কালাতিপাত পার করছে। বৃষ্টি হলেই ছাউনির পুরনো টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে নির্ঘুম রাত কাটাতে হয় সুফিয়ার । আবার কুয়ার পানি দিয়ে গোসল, খাওয়া, রান্নার কাজ করতে হয়। মানুষের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করে।
যেখানে দুইবেলা খাবার ঠিকমতো জোটে না, তাহলে ঘরটি সংস্কার ও টিউবওয়েল বসাবে কী ভাবে? পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সুফিয়ার ছোট্ট  ঘর ও একটি কুয়া সেখানে কষ্টে তাদের বসবাস। সরেজমিন গিয়ে দেখা যায়, পুরনো বেড়া আর ঘুনে ধরা বাঁশের খুঁটিতে দাঁড়িয়ে থাকা ঘরে পুরনো একটি চৌকি ছাড়া কিছু নেই। মশার কামড় থেকে রক্ষা পেতে মশারিও নেই তাদের।

সুফিয়া জানান, রাতে বৃষ্টি আসলে খুব কষ্ট হয়। ছাউনির টিনের ছিদ্র দিয়ে পানি পড়ায় ঘুমাতে পারেন না।মানুষের কাজ করে কোন রকম তিন বেলার খাবার জোগাড় করে ১ মাত্র মেয়েকে নিয়ে দিন কাঁটান।
সুফিয়া তার আঞ্চলিক ভাষায় বলেন, ‘‘সরকার বলে ফ্রি ঘর দতাছে , পাঁকা টিউবওয়েল কইরা দিতাছে কই আমাগো তো দেয় না।’’

এলাকাবাসী বলেন, ‘‘সুফিয়া ও তার মেয়ে খুব কষ্টে দিন কাটছে। আমরাও অস্বচ্ছল। তাদের সহযোগিতা করার সামর্থ আমাদের নেই। কিছু সরকারি সহায়তা পেলে তারা বড় উপকৃত হতো।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *