Subscribe our Channel

পঞ্চগড়ে দেশের বিভিন্ন এলাকায় ধর্ষনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন
মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো  প্রধান রংপুর :
সিলেট এমসি সরকারী কলেজের ছাত্রবাসে     গৃহবধূকে গনধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জ নারীকে বিবস্ত্র করে ধর্ষণ সহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনার সাথে জড়িত সকল ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় -ঢাকা জাতীয় মহাসড়কের সামনে শেরে-বাংলা চত্বরে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস পঞ্চগড় জেলা শাখার উদ্দ্যােগে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনের বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলনের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আনোয়ারুল আবুল খায়েরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের জেলা শাখার সমন্বয়ক মাহামুদুল হাসান মুন,সদস্য এ্যাডভোকেট আহসান হাবীব সরকার,সমাজসেবক আবুল সালেক,  আজহারুল ইসলাম জুয়েল সহ গ্রীন ভয়েস ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা৷
এসময় বক্তব্যরা বলেন, এমসি কলেজের গৃহবধু কে ধর্ষন ও নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র অবস্থায় নারীকে ধর্ষণের সাতে জড়িতসহ  দেশের বিভিন্ন জেলায় যে সকল ধর্ষনের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার  ও ফাঁসির দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *