Subscribe our Channel

পঞ্চগড় সন্ধানী লাইফ ইনস্যুরন্স কোম্পানী এর কর্মী সম্মেলন

মো. তোতা মিয়া পঞ্চগড় : আজ সকাল ১১ টায় পঞ্চগড়  অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিঃ এর আয়োজনে  কর্মী সম্মেলন  ও বর্ষ সমাপনি  সহ ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠান।  অনুষ্ঠানটিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা প্রধান কার্যালয়  মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সিইও জনাব নিমাই কুমার সাহা, প্রধান আলোচকঃ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান সিনিয়ন ভাইস  প্রেসিডেন্ট  জনাব মোস্তফা আল- কামাল, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল ম্যানাজার  উন্নয়ন শাখা নির্বাহী পঞ্চগড় শাখা কার্যালয় জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটিতে বীমা পেশায় যারা চাকরি করছেন তাদের কে বীমা সম্পর্কে বিভিন্ন দিক  নির্দেশনা দেওয়া হয়।  কোনো গ্রাহক যাতে বীমাতে আর হয়রানি না হয়  সে বিষয় আলোচনা করা হয়, সন্ধানী লাইফ ইন্সুইরেন্স এ লাভের অংশ সব চেয়ে বেশি দেওয়া হয়।

বীমার টাকা লেন- দেন এখন অনলাইনের আওতায় আনা হয়েছে, বীমার গ্রাহক বীমা পলিসি গ্রহণ করার সাথে সাথে একটি রিসিদ দেওয়া হয়, এক মাসের মধ্যে গ্রাহকের আরেকটি ঝুঁকির রসিদ  ও তিন মাস পর ঝুঁকির দলিল দেওয়া হয়, শুধু তাই নয় টাকা অফিসে জমা দেওয়ার সাথে সাথে গ্রাহকের মোবাইলে পলিসি নম্বর সহ এসএমএস চলে আসে যার মাধ্যমে গ্রাহক সহজেই বুঝতে পারে টাকা অফিসে জমা হয়েছে যার ফলে গ্রাহক ও নিশ্চিত হয়, কারো কোনো প্রকার টাকা আত্যসাধের কোনো সুযোগ  নেই।

বীমা আমাদের জীবনের ঝুঁকি বহন করে এবং বীমা কিছু কিছু ব্যাক্তির জন্য বাধ্যতামুলক করা হয়েছে এবং শীঘ্রই সকলের জন্য বাধ্যতামুলক করা হবে, বীমা আমাদের জীবনের আর্থীক সহায়তা করে তাই আমাদের সকলেরই ভবিষ্যতের কথা চিন্তা করে বীমা করা দরকার,  আলোচনা সভার পর পঞ্চগড়  সন্ধানী লাইফ ইন্সুইরেন্স এর বেশ কয়েক জন গ্রাহকের মৃত্যুর পর তার নমিনীকে মৃত্যু দাবির চেক প্রদান করা হয়।  এবং পঞ্চগড় জেলার বিভিন্ন শাখা অফিসের বাংলাদেশ  ( আই ডি আর এ)  কর্তৃক  লাইসেন্স প্রদান করা হয়। সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি  ২০২২ এর কর্মী সম্মেলনে  আরো অংশ নেন  বিভিন্ন শাখা কার্যালয়ের   ইনচার্জ,   ডিজি এম, ডিসি,বিসি, বিএম,ইউনিট মেনেজার, এফ এ,ও গ্রাহক সহ সকল কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *