Subscribe our Channel

পঞ্চগড় দেবীগঞ্জে জাকির বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কোর্টে মামলা

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

পঞ্চগড় দেবিগঞ্জ উপজেলা থানাপাড়া এলাকায় মোঃ জাকির হোসেন (৫০),এর  সন্ত্রাসী  বাহিনীর হামলায় মোঃ তরিকুল ইসলাম (৪২),  ও তার পরিবার দিশেহারা, মোঃ তরিকুল ইসলাম অভিযোগ করেন বলেন গত ২০/১০/২০২০ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ০৮.৩০ মিনিটের সময়। দেবিগঞ্জ থানা পাড়া মোঃ তরিকুল এর বসত বাড়ির ভেতরে নিম্ন তপশীল বর্নিত জমির উপর ১৫০৩ নং দাগের জমি কবলা দলিল মুলে মালিক মোঃ তরিকুল ইসলাম, দীর্ঘ দিন যাবত, ভোহ করে আসেন যার খারিজ খতিয়ান  নং -১৬২৫, তারিখ- ২৮/০৮/২০০৬ ইং এবং ভুমি উন্নয়ন রাজস্ব কর পরিশোধ করে নিম্ন তপশীল বর্নিত জমি আমার নামে খারিজ করেছি।

উক্ত অবস্থায় আমার নিম্ন তপশীল বর্ণিত জমিতে আমার বসত বাড়ি করেছি এবং ১ নং  সাক্ষী মোঃ হামিদুল ইসলাম সহ তার পরিবার কে নিয়ে শান্তিতে বসবাস করি তাছাড়া আমি উক্ত জমিতে বিভিন্ন জাতের গাছ রোপন করি  নিম্ন তপশীল  বর্ণিত, জমির চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করেছি। এমন তো অবস্থায় ২০/১০/ ২০২০ ইং তারিখে রোজ মঙ্গলবার সকাল অনুমানিক ০৮.৩০ টার সময় অবৈধ ভাবে আসামী  জাকির একদল সন্ত্রাস বাহিনী নিয়ে হাতে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ, আমার বসত বাড়ির উপর অন্যায় ভাবে প্রবেশ করে আমার বাড়িঘর ভাঙচুর সহ লুটতারাজ করে এই জাকির বাহিনীর সন্ত্রাসীরা।

 

শুধু এখানেই শেষ নয় আমার বাড়ির মহিলাদের ওপর নির্যাতন করে এবং গলা থেকে সোনার অলংকার ছিনিয়ে নেয়, জাকির বাহিনীর সন্ত্রাসীরা। এলাকা সূত্রে জানা যায় জাকির ও তার পরিবার এর সকলেই দুর্দান্ত ভয়ানক প্রকৃতির মানুষ তারা। তাই এদের ভয়ে এলাকা প্রতিবেশী কেওই মুখ খুলছেন না। বর্তমানে মোঃ তরিকুল ইসলাম এর পরিবারের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। এ বিষয়ে দেবিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বরাবরে আমি অভিযোগ করলে নির্বাহী অফিসার অভয় কে বসে বিষয়টি মীমাংসার কথা বলেন, কিন্তু জাকির হোসেন ও তার পরিবারের লোকেরা নিবার্হী অফিসারের কথা কোন কর্ণপাত না করে উল্টো আমাদের উপর হামলা চালায়। এ বিষয়ে এলাকার সকলেই অবগত রয়েছেন। অবশেষে স্থানীয়ভাবে আমি কোন সুবিচার না পেয়ে আইনের প্রতি শরণাপন্ন হয়ে, থানায় হাজির হয়ে ফৌজদারী একটি মামলা করি যার মামলা নং, জি, আর-১৫৮/২০  কিন্তু মামলা করার তিন চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার  হয় নাই। এখন তরিকুল এর পরিবার নানা হুমকি-ধমকির মধ্য দিয়ে দিন কালাতিপাত পার করছেন প্রায় সময় জাকের বাহিনী আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং জানে মেরে ফেলার ভয় দেখাচ্ছেন বলে জানান মোঃ তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *