
মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :
পঞ্চগড়ের করতোয়া নদীতে মাছ মারতে গিয়ে নদীর পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম- ময়না (১০)। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সালটিয়া পাড়া এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। মৃত শিশু ময়না ওই এলাকার মহিরুলের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত ময়না দুপুরে তার মায়ের সাথে মাছ ধরতে করতোয়া নদীতে যায়। মাছ মারার এক পর্যায়ে সে নদীর গভীর পানিতে চলে যায়। পরে তার মায়ের চিৎকারে স্থানীয়রা পঞ্চগড় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।