
মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়সূত্রে জানাগেছে, আজ বুধবার বিকালে মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কলেজ মোড় এলাকার নাজমুল হক এর একমাত্র পুত্র তানবির ইসলাম (৩) সে বাড়ির পাশ্বে পকুর ধারে খেলা করতেছিল। একসময় এলাকার মানিষ দেখতে পায় পুকুরে একটি লাশ ভাসতে পরে জানাযায় শিশুটির নাম তানবির ইসলাম পুকুরে পড়ে মারা যায়। পড়ে স্থানীয় লোক জন তাকে দেখে উদ্ধার করে আটোয়ারী সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন পানিতে ডুুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।