
মোঃ তোতা মিয়া বিভাগীয় প্রধান রংপুর :”পঞ্চগড় ৭ নং হাড়িভাসা ইউনিয়নে বিভিন্ন কৌশলে বাল্যবিবাহ চলছেই এ বিষয়ে কর্তৃপক্ষ নিরব, বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যায় এসব বাল্যবিবাহর কথা। গত শুক্রবার হাড়িভাসা ইউনিয়নে সুকৌশলে দশম শ্রেণীর স্কুলপড়ুয়া ছাত্রীকে এফিডেভিট এর মাধ্যমে বাল্যবিবাহ দেয়া হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় হাড়িভাসা হাগুরা পাড়া গ্রামের কেয়ামত আলী তার স্কুল পড়ুয়া মেয়েকে সুকৌশলে একই ইউনিয়নের কিশোর কাদের এর সাথে এই বাল্যবিবাহ টি দেন।
কিশোর কাদের হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার হালুয়াপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র। এ বিষয়ে কিশোর কাদের এর বড় ভাই এর সাথে বিয়ে বিষয়ে জানতে চাইলে তারা বলেন আমার ভাইকে কেয়ামত আলী বাজার থেকে ডেকে নিয়ে জোরপূর্বক এই বাল্যবিবাহ দিয়েছেন এ বিষয়ে আমরা কিছুই জানিনা, তবে পরে জানতে পারি। এখন পর্যন্ত আমার ভাইয়ের কোন অনুসন্ধান পাচ্ছিনা। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাশেদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে আমি মেয়ের বাড়িতে গিয়েছিলাম তবে ছেলে মেয়েকে বাসায় পাই নাই।