Subscribe our Channel

নির্মাণাধীন পার্কিংশেড ধসে ২ শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি(খাগড়াছড়ি) : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের পার্কিংশেড ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই এর কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্যসচিব করা হয়েছে। তদন্ত কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।এদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

তিনি দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবার প্রতি এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসার ব্যয় নির্বাহেরও ঘোষণা দেন তিনি।এর আগে, শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধসে মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত ৬ জন শ্রমিক আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *