Subscribe our Channel

নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম রাণীশংকৈল পৌরসভা

অভিশেখ চন্দ্র রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রচার- প্রচারণায় সরগরম হয়ে উঠছে রাণীশংকৈল পৌরসভা। বিশেষ করে রাণীশংকৈল পৌরসভায় মোট ১২ জন প্রাথীর পক্ষে প্রচারণায় গতানুগতিক মাইকিং এর সাথে এখন যোগ হয়েছে গানের সাথে মাইকিং। জনপ্রিয় সব গানের আদলে নির্বাচনী প্রচারের সুরে সুরে মেতে উঠেছে পৌরএলাকা আগামী ১৪ ফ্রেবুয়ারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌরসভায়১২ জন ৩২ জন কাউন্সিলর ও ১৩ মহিলা কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।রানিশংকেল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২ জন। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এবারে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মিরা। প্রাথীদের পোস্টেরে ছেয়ে গেছে সব এলাকা। বিভিন্ন গান দিয়ে সুরে সুরে উওাল করে তুলেছে পৌর শহরকে। বৈচিত্র্যময় ও জনপ্রিয় বিভিন্ন গান বাজিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মীরা। পল্লীগীতি, ভাটিয়া, লোকসংগীত, ব্যান্ড সংগীত, পুরনো দিনের গান ও আঞ্চলিক গানের অনুকরনে প্রাথীরা ভোটারদেনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাজানো হচ্ছে রেকর্ডকৃত গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *