Subscribe our Channel

দেশে বাফুফে নির্বাচনে চমক : মানিক এবার প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিনের

খেলাধুলা প্রতিবেদক :  দেশে (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে  চলছে মনোনয়নপত্র বিতরণের পর্বএবং আজ কেই এর শেষদিন। আজ বিকাল ৫টা পর্যন্ত তোলা যাবে মনোনয়নপত্র।  সভাপতি পদে কাজী সালাউদ্দিন ফেরনির্বাচিত হচ্ছেন,তা কোন প্রতিদ্বন্দ্বীতা নেই বললেই চলে । (বাফুফে) নির্বাচন নিয়ে সেরকম কোনো উত্তাপ নেই ।

আজ মনোনয়ন পএ  বিতরণের শেষ দিন  দুপুরে কেন যেন  হঠাৎ করেই চমক দিল সাবেক ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। তিনি কোনো প্যানেল থেকে,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করে, সম্পর্কে এখনও জানা যায়নি। মনোনয়নপত্র তোলার আগের পর্যন্ত কোন খানেই মানিকের নাম শোনা যায়নি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *