Subscribe our Channel

দেশে বই উৎসবে অনিশ্চয়তা!

নিজস্ব প্রতিবেদক :দেশে এবার কেন মনে হচ্ছে যেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ের মুদ্রণ কাজ স্থগিত থাকাতে নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক পাওয়াটির সম্পর্কে নিয়ে সংকট তৈরি হচ্ছে। এতে বছরের শুরু সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া  নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।

শিক্ষার সাথে সম্পর্কিত ব্যাক্তিরা জানালেন, না বললেই হয়না গত বছরের এই সময়ে জেলা পর্যায়ে প্রাথমিকের অন্তত ৮০ থেকে ৮৫ শতাংশ বই সরবরাহ করা হয়েছিল। তবে এ বছর এখনো একটি বই পাঠানো হয়নি।বিরবির করে কাগজের দাম বাড়াতে, কাগজের মানে নতুন আরোপিত ‘বাস্টিং ফ্যাক্টর’ (কাগজের শক্তি), মান তদারকি প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রদানে জটিলতা এমনকি মাধ্যমিকের বইয়ের প্রচ্ছদে দেয়ার জন্য স্থিরচিত্র অনুমোদনে বিলম্বসহ বিভিন্ন সমস্যার কারণে তা সম্ভব হয়নি।
এই সংকটময়কে কেন্দ্র করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জানালেন,  বহু কারনেই এ বছর এখন পর্যন্ত আমরা কোনো বই পাঠাতে পারিনি। তবে আশা করছি আগামী রোববার থেকেই প্রাথমিক স্তরের বই পাঠানো শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *