
নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা পরিস্থিতিতে জেলা পর্যায়গুলোতে ২৫ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলার প্রস্তাব দেয় মাঠ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাগন ।তবে এ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তটি স্ব স্ব মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে মন্ত্রপরিষদের বিভাগ থেকে ঘোষণা আসার পরই মাঠ পর্যায়ে শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময় শুরু করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের সকলের মতামতের সমন্বয়ে আগামী ২৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে একটি সভা করে স্কুল খোলার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে জানা যায় । এ সকল বিষয়ে নিয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন – আজ ২২ সেপ্টেম্বর পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন , বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলো কীভাবে চালু করা যায়, এ সকল বিষয়ে বাংলাদেশের মাঠপর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করে সেটির ব্যাপারে পরামর্শ নেয়া হবে। জাকির হোসেন আরো জানালেন , তবে এই সময়ে আমরা বেশ কয়েকটি জেলার শিক্ষক-কর্মকর্তাগন এর সাথে একটি মতবিনিয়ম করেছি। তারা এক এক জন ভিন্য ভিন্য মত প্রকাশ করেছেন । দেশে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকাতে গ্রামের শিক্ষার্থীরা পড়ালেখা থেকে এলোমেলো অবস্থাতে পড়েছে । এমনকি নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে শিক্ষার্থীরা টিভি-রেডিওতে ক্লাস করার সুযোগ পাচ্ছে না। এই কারণে শিক্ষক-কর্মকর্তারা গ্রাম পর্যায়ের ২৫ ভাগ স্কুল খুলে দেয়ার পরামর্শ দিয়েছেন বলে সংশ্লিষ্ট আলোচনাতে জানা যায়।