Subscribe our Channel

দেশে ওভার ব্রিজের সামনে এক নারীর সন্তান প্রসব!

নিজস্ব প্রতিবেদক :  দেশের রাজধানী শ্যামপুরের জুরাইনের রেলগেটের  এলাকাধীন ওভার ব্রিজেরে সামনে সন্তান প্রসব করলেন একজন  অজ্ঞাত নারী (৩০)। ঐ সময় পুলিশ  নারী ও নবজাতককে (ঢামেক) হাসপাতালে ভর্তি করলেন ।গতকাল ৯ সেপ্টেম্বর আনুমানিক  সকাল ১০টার সময় রেলগেট ওভার ব্রিজের সামনে এক নারীর সন্তান প্রসব করেন ।  এই  ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক  জানালেন, আনুমানিক সকাল ১১টার সময় লোক সূেএ খবর পাই  জুরাইনের রেলগেট ওভার ব্রিজের সামনে একজন  অজ্ঞাত  মেয়ে বাচ্চা প্রসব করে। খবরটি পাওয়ার পর  মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করি।তিনি জানালেন ,সেই এলাকার  মানুষদের কাছে উক্ত ঘটনাটি জানতে পারে । মা ২১২ এবং বাচ্চাকে ২১১ নং ওয়র্ডে ভর্তি আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *