
নিজস্ব প্রতিবেদক : দেশে এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৫০০তম এজেন্ট সহ ৮৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন হয়।এতে ব্যাংক এজেন্ট আউটলেটের সংখ্যা ১ ৫৬৬ টি ।
গতকাল ২৭ সেপ্টেম্বর ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হয়ে ভার্চুয়াল এর মাধ্যমে প্লাটফর্মে এজেন্ট আউলেটগুলোর উদ্বোধনকরলেন ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মো. ওমর ফারুক খান এবং মুহাম্মদ কায়সার আলী ।
সেখানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মাহবুব আলম।
এমনকি ব্যাংকের আরো ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তা এমনকি সংশ্লিষ্ট আরো ১৫টি জোনপ্রধান, শাখাপ্রধান ৮৪টি আউটলেটের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এমনকি গণমান্য ব্যক্তিরািউপস্থিত ছিলেন ।