Subscribe our Channel

দেশটির ফ্রান্সে এবার নতুন ভাবে নারীবাদের উত্থান

আন্তর্জাতিকডেক্স : দেশটিতে এবার  নারীকে মুক্তি দেয়ার মানে পুরুষের সাথে সম্পর্কে আবদ্ধ হওয়াকে অস্বীকার করা,  (পুরুষকে) অস্বীকার করা নয়। তবে ৭০ বছরেরও বেশি আগে ফরাসি নারীবাদের গডমাদার নামে পরিচিত সিমন দ্য বুভার তার ‘দ্য সেকেন্ড সেক্স’ বইয়ে এ কথা লেখা হয়েছিল। তাই এখনকার সকল ফরাসি নারীবাদী তার এ মতের সাথে একমত নয়।

সেখানকার  ‘লেসবিয়ান জিনিয়াস’ নামে একটি নতুন বইয়ে বলা হয়, সকল নারীদের উচিত তাদের জীবন থেকে পুরুষদের পুরোপুরি বিতাড়িত করা। এর লেখক লেসবিয়ান সমাজকর্মী এমনকি প্যারিসের সিটি কাউন্সিলর এলিস কফিন বলেছেন, তিনি আর পুরুষদের লেখা বই পড়েন না, পুরুষদের নির্মিত চলচ্চিত্র দেখেন না বা পুরুষদের রচিত গানও শোনেন না। সুতরায় তার জীবনে ভল্টেয়ার, ট্রাফাউট বা ডাফ্ট পাঙ্ক আর নেই। এলিস ঘোষণা দিয়েছেন, ‘আমাদের মন থেকে পুরুষদের নির্মূল করা প্রয়োজন।’
উক্ত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক। পুরুষদের কাছ থেকে নয়, অন্য ফরাসি নারীবাদীদের কাছ থেকে। ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সাবেক লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী মারলিন শিয়াপ্পা এলিস কফিনকে ‘এক জাতীয় বর্ণবাদ’ প্রচারের দায়ে অভিযুক্ত করেছেন।
সূত্র: দ্য ইকোনমিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *