
আন্তর্জাতিক ডেক্স :
দেশটির আফগানিস্তানে পশ্চিম হেরা নামক স্থানে কারাগারটিতে দাঙ্গা হওয়াতে অন্তত আটজন কারাবন্দি নিহত হয়েছে বলে জানা যায়। গত কাল এই ঘটনাটি ঘটে। এমনকি উক্ত স্থানে ১২ জন আহত হয়।
দেশটির হেরার স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মোহাম্মদ রফিক সিরাজী বার্তা সংস্থা এপি’কে জানালেন, গত বুধবার পশ্চিম হেরাতের রাজধানী হেরাত শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে। এতে আরও ৮ জন বন্দি ও ৪ জন কারারক্ষী আহত হয়। এই ঘটনায় নিহত ৮ জনের মধ্যে একজনের শরীরে গুলির ক্ষত রয়েছে। ওই কারাগারে ২ হাজার বন্দি রয়েছে। সেখানে কোনো তালেবান যোদ্ধা বন্দি আছে কিনা তা জানা যায়নি। উক্ত ঘটনায় তদন্ত চলছে।