
গীতি গমন চন্দ্র রায় গীতি(স্টাফ রিপোর্টার) :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসি মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক শফীকুল ইসলামের বিরুদ্ধে মারপিট,ভাংচুর,টাকা ছিনতাই, লুটপাট,দোকানের মালামাল লুট সহ মারপিটের হুকুমদাতা হিসেবে গত ০৯/০৪/২০২২ ইং তারিখে থানায় এজাহার দায়ের করেছেন ১নং ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ গ্রামের মৃত গজা মোহাম্মদের পুত্র মোঃ শহীদুল ইসলাম।
জানা যায়,শহীদুল ইসলাম তার এলাকায় দীর্ঘ ৫ বছর ধরে বর্গাচাষী হিসেবে সুনামের সহিত চাষাবাদ করিয়া আসিতেছেন তা দেখিয়া পার্শ্ববতী ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত রহিমের ছেলে মোঃশফিকুল ইসলাম, মৃত তসলিমদ্দীনের ছেলে মোঃলবা,পিতামৃত মোঃখোরশেদ আলী,মোঃতৈবুর রহমান,মোঃদেলোয়ার হোসেনের পুত্র মোঃ আলআমীন সহ অনেকে তাহার চাষবাদের জমির ওপর লোভ লালসায় লিপ্ত হয়ে গত ০৮/০৪/২০২২ ইং তারিখে পলিথিন পাইপ নিয়ে কথা কাটাকাটি হয় শহীদুল ও লবার সাথে বিষয়টি প্রথমত ভুলবোঝাবুঝি বলে মিটমাট হয়ে যায়।
পরবর্তীতে উক্ত বিষয় এসি মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক জানতে পারলে ঐ দিনই রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় শিক্ষক শফিকুল ইসলামের হুকুমে ৪০/৪৫ জন এক বিশাল দলবল নিয়ে শিক্ষক শফিকুল ইসলাম শহীদুলের বাড়ীতে গিয়ে হামলা চালায়।
সেসময় এসি মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক মোঃরাজিব কে বেধরক মারপিটে আহত করে এবং বয়স্ক মহিলা শরীফা বেগমমকে ও মারপিটে আহত করে কাপড় চোপড় ছিড়িয়া ফেলে শ্লীলতাহানি করেছেন শিক্ষক শফিকুল ইসলাম।এছাড়া ঐ পরিবারের সকল সদস্য শিক্ষক শফিকুল ইসলামের বাহিনীর হাতে আহত হয়েছেন।শিক্ষক সফিকুল মারপিট করে তার ৪০/৪৫ জন লোক কে মারপিট ও লুটপাট,ভাংচুর,করার কড়াকড়ি হুকুম দিলে আরো তীব্র আকার ধারণ করলে শহীদুল ইসলামের বাড়ি হতে ৪০ হাজার টাকা চম্পট হয় বলে শহীদুল ইসলাম পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
এ বিষয়ে এসি মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে মুঠোফোনে উক্ত ব্যাপারটির সম্পর্কে জানতে চাইলে বলেন , একটু ধাক্কাধাক্কি হয়েছে এবং আমি পীরগঞ্জ থানায় এজাহারটির সম্পর্কে জানতে আসলে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন স্যার আমাকে বলেছেন ঘটনাটি সত্য প্রমানিত হলে উপযুক্ত ভাবে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে ।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানান এজাহার পেয়েছি তবে উক্ত ঘটনার তদন্তে এর সঠিক তথ্য যদি প্রমান হয়ে থাকে তাহলে আইনের আওতায় আনা হবে ।