
এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও নিজস্ব প্রতিনিধি :
“মুজিববর্ষের মূলমন্ত্র কমিটিউনিটি পুলিশিং সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে ঠাকুরগাঁও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, বিজিবির সেক্টর কমান্ডার লে: কর্নেল শহিদুল ইসলাম, পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড পুলিশ সুপার নাছির উদ্দীন যুবায়ের, জেলা আ’মীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ইএসডিও নির্বাহী পরিচালক ও কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মুহাম্মদ শহীদ উজ জামান, জেলা আ’মীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-র কার্যক্রম শুরু হয়। বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এরপর ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে রক্তদান কর্মসূচীর শুভ সূচনা শুরু হয়।
পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান বলেন বাংলাদেশের অন্যান্য জেলার থেকে ঠাকুরগাঁও জেলা অপরাধ দমনের ক্ষেত্রে এগিয়ে আছে। কমিটি পুলিশিং ফোরামের সক্রিয় ভূমিকা এবং সকলের আন্তরিক সহযোগিতায় এই জেলাকে মডেল হিসেবে রুপ দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন বলেন বাংলাদেশ বিশে^র মধ্যে মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও পুলিশ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূণ ভূমিকা রেখেছে। কমিউনিটি পুলিশিং যে উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে তা আগামীতে আরো বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।