Subscribe our Channel

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী মহাসচিব কায়সার

অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক : সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও মহাসচিব নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামালকে।শনিবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টসহ সারাদেশের বিএনপিপন্থি তিন শতাধিক আইনজীবীর উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করা হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আইনজীবীদের এক সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

কমিটির বাকি পদগুলো পরে পূরণ করা হবে। পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে  বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।এর আগে, ২০১৯ সালের ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের কমিটি করা হয়। এ আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রাখা হয়েছিল।

এদিকে, আইনজীবীদের গোপন মতামতের ভিত্তিতে সভাপতি ও মহাসচিবসহ কমিটির সদস্য নির্বাচনে ৩৯১ জনকে মতামত দেওয়ার জন্যে ডাকা হয়। কমিটি ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *