
মোঃ তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় জেলায় প্রথম বারের মত জেলা মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠিত হলো জেলা মহিলা শ্রমিক লীগ। বুধবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলার শাখার আয়োজনে জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আনোয়ার সাদাত সম্রাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রচার সম্পাদক জেলা আওয়ামী লীগ বাবু দিপেন চন্দ্র রায়। সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ পঞ্চগড় মোছাঃ হোসেন আরা বেগম। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম । সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ পঞ্চগড় মোঃ আরিফুল ইসলাম ( পল্লব )। ও সাবেগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ পঞ্চগড় মোছাঃ নুরুন নাহার নুরী। সকলের উপস্থিতে ৪৩ সদস্য বিশিষ্ঠ সম্মেলন প্রস্তুতির লক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আহ্বায়ক শাহীন রেজা মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, রেজিয়া ইসলাম, দিপেন চন্দ্র রায়।
অনুষ্ঠানের সঞ্চলনা ছিলেন নুরুজ্জামান সদস্য সচিব জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা। বক্তারা বলেন, জাতীয় পর্যায় সহ বিভিন্ন জেলায় মহিলা শ্রমিক লীগ গঠন করা হলেও এই প্রথম বারের মত পঞ্চগড় জেলায়, জেলা কমিটির লক্ষে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, নারী শ্রমিকদের সন্মান,মর্যাদার ও তাদের ভাগ্য উন্নয়নের লক্ষে এবং বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে কমিটির মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।