Subscribe our Channel

চাঁপাইনবাবগঞ্জে ২৩০ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

রাজশাহী বিভাগীয় প্রধান -মো. সতোউর রহমান :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাহাবাজপুর নলডুবরী মাদ্রাসা মোড় থেকে ২শত ৩০
বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা।
র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গত ৮ই
অক্টোবর রাত ১১টায় তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাকে মাদক চক্র তাদের নিরাপদ
রুট হিসেবে মাদক দ্রব্য পাচার এবং সারাদেশব্যাপী বিস্তারের নিল নক্সা
হাতে নিয়েছে। মাদকচক্র যুবকদের মাদক দ্রব্য সরবরাহ ও সেবন কাজে হাতিয়ার
হিসেবে তাদের ব্যবহার করে আসছে। অপরদিকে মাদক দ্রব্য চোরাচালান, বিস্তার
রোধ কল্পে সিপিসি-১, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ মাদক বিরোধী অভিযান অব্যাহত
রেখেছেন। ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তৎপরতার কাছে মাদক চক্র হিমসিম
খাচ্ছে। র‌্যাবের হাতে ধরা পড়ছে মাদক ও অস্ত্রের চালান। র‌্যাবের
গোয়েন্দা নজরদারিতে অনেকটায় হিমসিম খেতে বসেছে মাদক কারবারিরা।

সিপিসি-১, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের প্রেস বিজ্ঞপ্তিতে এব্যাপারে
নিশ্চিত করে জানানো হয়, গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকার ফলে গোপন সংবাদের
ভিত্তিতে ৮ই অক্টোবর রাত ১১টায় উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী
মাদ্রাসা মোড় থেকে ২৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করা হয়। পেশাদার মাদক ব্যবসায়ী নামোচাকপাড়ার মোঃ আঃ সাত্তারের ছেলে মোঃ
নাজমুল হক (৩০) ও আজমতপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে নাজিমুল
হক(৪২) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিঙ্গাসাবাদে
স্বীকার করে।
এসময় তাদের নিকট হতে মোবাইল ফোন ৫টি, সীমকার্ড ৬টি, মেমোরী কার্ড ১টি এবং
মাদক বিক্রয়লব্দ নগদ ১২ হাজার ৭১০ দশ  টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *