
মো. সতোউর রহমান- বিভাগীয়- ব্যুরো প্রধান- রাজশাহী :
চাঁপাইনবাবগঞ্জে ওয়ারেন্ট ভূক্ত তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।জেলার সদর থানাধীন ওয়ারেন্ট ভূক্ত দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃনুরুলইসলাম (৪২)কে বেলা দুইটায় ও মোঃশাহীন আলী(৪৮) কে পৌনে চারটায়ে অকটয়মোড় থেকে, মোঃআলকাজ (৫০)কে সন্ধ্যা পৌঁনে আটটায় সদর থানাধীন চরবাগডাঙ্গা থেকে এবং আসামী মোঃওমর ফারুক (৩৩)কে শান্তি মোড়ে সাড়ে সাতটায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
র্যাবের চৌকস গোয়েন্দা দলের কড়া নজরদারিতে ওয়ারেন্ট ভূক্ত সাজা প্রাপ্ত পলাতক তিন আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। সদর থানার জিআর ৩০২/১৫ মূলে শাহীনআলী, সদর থানার জিআর ১১০০/১৮, সেকশন-১৯(১)১(ক) মূলে মোঃআলকাজ ও সিআরনং ৮৮৭/১৮ মূলে ওমর ফারুক গ্রেফতার হয়।
এ ব্যাপারে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, ওয়ারেন্ট ভূক্ত সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃশাহীন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর সভাধীন চাঁদলাই জোড় বাগান গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে, ও পৌরসভধীন প্রান্তিক পাড়ার মৃত শামশুদ্দিনের ছেলে মোঃনুরুল হক দুই বছরের জেল, মোঃ আকজাল ও নয়া গোলার এমদাদুল হকের ছেলে মোঃওমরফারু কে রবিরুদ্ধে ৬ মাসের সাজা দেন বিজ্ঞ আদালত।
আসামীদের প্রত্যেকে ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।চৌকস গোয়েন্দা নজরদারিতে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন।