Subscribe our Channel

চসিক নির্বাচনে আ.লীগ এবং বিদ্রোহী প্রার্থীদের সংঘর্ষে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক- চট্টগ্রাম :

 

দেশের  চসিক নির্বাচনে অংশগৃহন করা নগরটির খুলশী থানাটির ইউসেপ আমবাগান কেন্দ্রে আওয়ামী লীগ  এবং বিদ্রোহী প্রার্থীদের মাঝে সংঘর্ষের ফলে গুলিবিদ্ধ একজন পথচারী নিহত হলেন । উক্ত ঘটনাকে কেন্দ্র করে  আহত হয়েছেন বেশ কয়েকজন আজ ২৭ জানুয়ারি আনুমানিক সকাল ১০ ঘটিকায় উক্ত ঘটনাটি ঘটে । নিহত হয়ে যাওয়া সেই ব্যাক্তিটির নাম  আলাউদ্দিন  (২৮) তাকে  চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি জানালেন ।

 

ঘটনা স্থলে দেখা ব্যাক্তিরা  জানালেন, আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় নগরীটির ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে নামক আমাবাগন ইউসেপ স্কুল কেন্দ্রে আ:লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী  এবং বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকদের মাঝে এক সংঘর্ষ শুরু হয়েছিল। এ সময় সেখানে এক পথচারী আলাউদ্দিন উক্ত স্থানে চিলেন । এই দুই পক্ষের মাঝে গোলাগুলির ঘটনাতে সেই  পথচারী আলাউদ্দিন গুলিবিদ্ধ হয় ।

 

 

সে সময় পথচারীটির বুকের নিচে গুলি বিদ্ধ হয়ে । এ সময় তিনি সাথে সাথেই মৃত্যুবরন করেন । তার এই  মরদেহটি  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

 

 

এ সময় পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক পীরগঞ্জ নিউজ এক্সপেসকে জানালেন বার কোয়ার্টার নামক এলাকাতে ছুরি আঘাতে নিজামউদ্দিন মুন্না নামে একজন নিহত হয়। এমনকি তার ভাই সালাউদ্দিন কামরুল ছুরি আঘাত করেন বলে জানতে পারি। এমনকি মুন্না, কামরুলের মাঝে পূর্বেই এক বিরোধ ছিল । সেই অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *