
ক্রিড়া প্রতিবেদক :
ব্যাটিং ব্যর্থতার ঘোর থেকে বেরই হতে পারছে না কেন জানি চেন্নাই সুপার কিংস। নির্ভরযোগ্য ব্যাটসম্যানরাই বারবার ডুবাচ্ছেন প্রিয় দলকে। আরও একবার বাজে ব্যাটিংয়ে হারলো মাহির দল।
বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে লড়াইটাও করতে পারল না এবারো। খুব সহজ জয় পেয়েছে ব্যাঙ্গালুরু ৩৭ রানের ।
লক্ষ্য তাড়া করতে নেমে কখনই ম্যাচে ছিল না চেন্নাইয়ের দিকে। ১০০ রান পার করতে ষোল ওভার লেগে যায়।