Subscribe our Channel

করোনার মহামারিতে আজ অনাহারে বিশ্বে ২৭ কোটি মানুষ, জাতিসংঘ সহায়তা চাইলেন বৃওবানদের কাছে

আন্তর্জাতিক ডেক্স :  আজ বিশ্বে  সংঘাত, জলবায়ুিএমনকি করোনার মহামারি গুলো বিশ্বে বহু মানুষকে  খাদ্যের সংকটের দিকে ধাবিত করছে বলে  সতর্ক করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সকল ধনী দেশ এমনকি কোটিপতিদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেছেন সকলেই সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানুষ কে বেঁচে থাকার নিশ্চিতে বিশ্বের সংস্থাটির প্রধান ডেভিড বেসলে।

তিনি আরো বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে, ৩৬ টির ও বেশি দেশে দুর্ভিক্ষ প্রায় আসন্ন এবং সংঘাতে বিধ্বস্ত দেশগুলোতে ভয়াবহ আকার ধারণ করতে পারে।

দেশ গুলোর  সহিংসতা এমনকি অস্থিতিশীলতার বৃদ্ধিতে  আফ্রিকা নামক দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো তারা প্রায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ।  দেশটিতে ১ কোটি ৫৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে ।

তিনি আরো বলেন , দেশটির ইয়েমেনে মানবিক ত্রাণ সহায়তা তহবিল সঙ্কটের কারণে যুদ্ধ-বিধ্বস্ততে সেটি কাটছাঁট করা হয়।িএমনকি, করোনার মহামারিরতে  নাইজেরিয়া ও দক্ষিণ সুদানে বহু মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *