
নিজস্ব প্রতিবেদক :
মহামারি শুরু হয় ২০২০ সাল এর মার্চের দিকে চলমান এখনও । এই মহামারি ২০২১ ইং সালটিতেও প্রায় অর্ধেক চলে গেলেও সারা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে মহামারি এই করোনাভাইরাস (কোভিড-১৯) কবে বিদায় নিবে তা এখনও বলা যাচ্ছে না ।
এখনও বিপদে আছে গোটা বিশ্ব ।মহামারি এই দুর্যোগ মোকাবিলা করতে সরকারের কাঁধে কাঁধ রেখে আ. লীগ সাংগঠনিকভাবেই জনগণের পাশে থেকে কাজ করবে ।
এসময় আ. লীগ সংশ্লিষ্টরা জানালেন, মহামারি এই করোনার কারণে এই দুই বছর শাখা সংগঠন ও সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল করতে পারেনি দলটি ।
কোন সভা, সমাবেশ ,সেমিনার সেই সাথে নেতাদের সাথে কর্মীদের যোগাযোগ স্থাপনও করা যায়নি ।
সকল কিছুই কেন যেন থমকে গেছে প্রায় সেই সাথে ক্ষতিগ্রস্থ আ,লীগ দলটি ।