
লাইফস্টাইল ডেক্স : সারা বিশ্বে নতুন নতুন লক্ষণে করোনার উপসর্গ হিসেবে প্রকাশ পাচ্ছে । তাই সে কারণেই রোগের প্রতিকার খুঁজতে গেলে অনেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি চিকিৎসাবিজ্ঞানীরা। হাঁচি,কাশি, সর্দি, শ্বাসকষ্ট এবং জ্বরের উপসর্গ ছাড়াও সংক্রমিত ব্যক্তির শরীরে দেখা দিচ্ছে নতুন ধরনের উপসর্গ।
কনজাঙ্কটিভাইটিস এটি আসলে কী?
সচারাচর আমাদের চোখের সাদা অংশটির উপরে যে পাতলা আবরণটি থাকে তাকিই বলা হযয়ে থাকে কনজাংটিভা। অ্যালার্জি, ভাইরাসেএবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে চোখের সাদা অংশটি লাল হয়ে যেতে পারে , পানি পড়ে এমনকি চোখ চুলকাতে থাকে। তাছারাও চোখ এবং মাথায় যন্ত্রণা হতে পারে এই কারণেই।
* এমন সমস্য যদি অনুভূতি হয় তা হলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিবেন।
* যদি চোখে হাত দেয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই হাতটি ভালো ভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিবেন।
* মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, তার সাথে চশমাও ব্যবহার করবেন ।
* ব্যবহারের আগে ও পরে অবশ্যই হাতটি ভালো ভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিবেন পরে চোখে ড্রপ ব্যবহার করবেন ।
* নিজস্ব ব্যবহার কৃত তোয়ালে অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। তেমনই ভাবে অন্যের ব্যবহৃত তোয়ালে ব্যবহার করবেন না।
* নিজস্ব ব্যবহারকৃত বিছানাপত্রাদি নিয়মিত ভাবেপরিষ্কার করবেন।