Subscribe our Channel

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক :  দেশের নাম করা  কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিসসহ অন্যান্য বার্ধক্যজনিত  রোগে ভুগছিলেন।  তার স্ত্রী অপর্ণা খানের কাছে বিষয়টি নিশ্চিত হয়েছেন পীরগঞ্জ নিউজ ডেক্স।

রাহাত খান, গতকাল ২৮ আগষ্ট  রাত  ৮:৩০ নিজ  বাসাতেই শেষনিশ্বাসটি ত্যাগ করেন ।

রাহাত খানের মরদেহটি  দাফনের আগে জাতীয় প্রেস ক্লাব, বাংলা একাডেমি ও শহীদ মিনারে নেয়া হতে পারে  ।

রাহাত খান  বাংলাদেশের একজন খ্যাতিমান  কথাশিল্পী এবং ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার সুনাম। সাংবাদিক হিসেবেও তারর অবদান বলাবাহুল্য। ৬০ দশক থেকেই তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্বও পালন করেন ।

রাহাত খান  বাংলা একাডেমিতে সাহিত্য পুরস্কার (১৯৭৩), সুহৃদ সাহিত্য পুরস্কার (১৯৭৫), সুফী মোতাহার হোসেন পুরস্কার (১৯৭৯), আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার (১৯৮০), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৮২), ত্রয়ী সাহিত্য পুরস্কার (১৯৮৮) এবং দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় একুশে পদকে (১৯৯৬) ভূষিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *