
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ,কক্সবাজারকে সুন্দর এমনকি মানসম্মত পর্যটক আকর্ষণকারী শহর গড়বো । কক্সবাজারের বিমানবন্দরটিকে এমনই ভাবে উন্নয়ন করবো যত বড়ই বিমানই হোক না কেন সকল বিশ্ব থেকেই যেন পর্যটক এখানে আসতে পারে ।
আজ বৃহস্পতিবার ২৩/০৭/২০ইং করোনার মহামারি পরিস্থিতির মাঝেও গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে কক্সবাজার জেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পাটর প্রথম ধাপ নির্মিত ২০টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । এবং প্রথম ধাপ উদ্বোধন হওয়ায় ভবনগুলোতে ফ্ল্যাট পেয়েছেন ৬০০টি পরিবার বর্গ। প্রধানমন্ত্রী এই দিন এ সকল ফ্ল্যাট হস্তান্তর করেন।