Subscribe our Channel

এবার সুপ্রিম কোর্ট এর তিন বিচারপতি টিকা নিলেন

নিজস্ব প্রতিবেদক :

 

দেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়তে এই মহামারি করোনার টিকা নিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এর বিচারপতি জিনাত আরা সহ ৩ জন বিচারপতি। উক্ত টিকা নিলেন হাইকোর্ট বিভাগ এর বিচারপতি এম ইনায়েতুর রহীম এমনকি সেই বেঞ্চ এর অপর এক বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান। আজ ৭ ফেব্রুয়ারি সকাল ৯টার সময় বিএসএমএমইউ তে তারা এই টিকা নিলেন। এ সময়  ৭ ফেব্রুয়ারি বিএসএমএমইউ এমনকি  রাজানীর যে সকল হাসপাতাল টিকাদানের জন্য নির্ধারণ করা হয়েছে সে গুলোর নাম নিম্নে দেয়া হয় : ১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল : শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। ২)কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ : জননিরাপত্তা বিভাগ। ৩)পিলখানা বিজিবি হাসপাতাল : সুরক্ষা সেবা বিভাগ। ৪)স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ৫)সরকারি কর্মচারী হাসপাতাল : জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ৬)সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, সম্মিলিত সামরিক হাসপাতাল, মিরপুর এবং পোস্তগোলা : প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। ৭)মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল : মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ৮)শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল : অর্থ বিভাগ, অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। ৯)জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১০)জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল : বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ১১)জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১২)জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ১৩)জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট : পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ১৪)অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান : শিক্ষা ও ভূমি মন্ত্রণালয়। ১৫)শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *