Subscribe our Channel

এবার মসুল সিনেমার মালিকানাটি কিনছে নেটফ্লিক্সে

বিনোদন প্রতিবেদক : এবার ‘মসুল’ নামক সেই সিনেমাটির মালিকানাটি কিনছেন নেটফ্লিক্সে। ভেনিস ফিল্ম নামক ফেস্টিভ্যালের ২০১৯ ইং সালে সিনেমাটির প্রথম সম্প্রচারিত হয়েছে ।সেটি ১ বছর পরই উক্ত চুক্তি হলে ওয়েইনস্টাইন কোম্পানির প্রাক্তন এক্সিকিউটিভ ডেভিড গ্লাসার।

এ বছরে নভেম্বর থেকেই সিনেমাটি নেটফ্লিক্সে দেখতে পারবেন। তবে অ্যাকশনধর্মী এই সিনেমাটি ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত সন্ত্রাসবাদী সংগঠন আইএসএস’র সাথে ইরাকি সোয়াত দলের যুদ্ধ নিয়ে তৈরি।

এই সিনেমাটি প্রযোজনা করেন ‘অ্যাভেঞ্জারস :এ সময় এন্ডগেম’-এর পরিচালক অ্যান্টনি রুসো ও জো রুসো। অন্য দিকে সেটি পরিচালনা করেছেন কার্নাহান। তিনি ওয়ার্ল্ড ওয়ার জেড ও টুয়েন্টি ওয়ান ব্রিজ সিনেমার চিত্রনাট্যকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *