
নিজস্ব প্রতিবেদক : দেশে এবার পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে স্থায়ীভাবে রেজিস্ট্রার নিয়োগের আহ্বান জানালেন (ইউজিসি)। আজ ইউজিসির চলমান অর্থবছরের চুক্তি সম্পাদন এমনকি ২০১৯-২০২০ ইং অর্থবছর এর এপিএ’র মূল্যায়ন সভাতে উক্ত আহ্বানটি জানালেন।
দেশে মাহামারি করোনাতে যথাসম্মতি ভাবে স্বাস্থ্যবিধি গুলো মেনে সীমিত আকারে প্রথম ধাপে ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর সাথে আজ চুক্তিটির স্বাক্ষর হয়েছে। আগামী ১৪েএবং ১৫ সেপ্টেম্বর বাকি আরো ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। তবে সরকারি কর্মকাণ্ডের সকল প্রকার স্বচ্ছতা এমনকি দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য এপিএ প্রবর্তন করা হয়।