Subscribe our Channel

এখন থেকে সচিবালয়ে অবশ্যই মাস্ক পরার নিয়মটি কড়া ভাবে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :

মহামারি করোনা এবার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আশঙ্কা হওয়াতে সচিবালয়ে এখন থেকে মাস্ক পরায় কড়াকড়ি  নির্দে।শনা দেয়া হয়েছে ।যদি কেউ মাস্ক না পড়ে আসে তা হলে তাকে সেবা প্রদান করা হবে না এমনকি  মন্ত্রণালয়গুলোতে অবশ্যই  প্রবেশ করা যাবে না এমনকি সচিবালয়ের লিফটেও তাদেরকে উঠতে দেয়া হবে না এসকল সিদ্ধান্ত সম্পর্ক নিয়ে ফেস্টুন, ব্যানার, স্টিকার আকাড়ে প্রচারনাতে সচিবালয় এলাকাতে। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাতে  সচিবালয়ে এ সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে কর্মকর্তারা জানালেন। এ সকল পদক্ষেপে সচিবালয়ে মাস্ক ব্যবহারটি অনেকটা  বেড়েই চলছে । আজ ৯ নভেম্বর সচিবালয় এলাকা বেড়িয়ে এসকল  দৃশ্যটি দেখা যায় । এমনকি তখন সচিবালয়ে এক এবং দুই নং গেটের মাঝখানে দর্শনার্থীদের কক্ষটিতে প্রবেশের সামনে (ব্যাগ স্ক্যান করা কক্ষের সামনে) দুটি বড় ব্যানার ঝুলিয়ে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।  সেখানকার লেখাতে  ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’, ‘ওয়্যার মাস্ক, গেট সার্ভিস’। এমনকি দর্শনার্থীদের কক্ষের মাঝেও এমন ব্যানার  আছে।এসময় সেই স্থানে  প্রবেশ করে ৭ নম্বর ভবনের সামনেও  এই ব্যানারটিও আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *