Subscribe our Channel

একবার ডেকেই দ্যাখো?
কবিতা : শামীয়ারা পারভীন দীপ
একবার ডেকেই দ্যাখো,
     কেমন আড়মোড়া  ভেঙে  জেগে উঠি
শূককীট-মূককীট এর জীবনচক্র ছেড়ে
ডগমগে প্রজাপতি হয়ে উঠি,
রঙিন ডানা মেলে কেমন মুঠোবন্দী হই।
একবার ডেকেই দ্যাখো,
      আজন্ম  রাতজাগা চোখে
কেমন এনেদি বিরল ঘুম,
ঝলমলে ভোরে শিশিরের আয়নায় দেখায় টলটলে দিন।
একবার ডেকেই দ্যাখো,
মুমূর্ষু  দেবদারুর মত দাঁড়িয়ে থাকা জীবনে কেমন ক্লোরোফিল  ছড়িয়েদি,
সালোক-সংশ্লেষণে জাগিয়ে তুলি হরিৎ হৃদয়।
একবার ডেকেই দ্যাখো,
পুঞ্জীভূত মেঘমালা  থেকে  কেমন বৃষ্টিবতী হয়ে ঝরে পড়ি তোমার উষর জীবনে,
রঙে- রসে সারিয়েদি পুরাতন সব ক্ষত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *