
ফাইল ছবি
জেলা প্রতিনিধি(ঝালকাঠি): ঝালকাঠির গাবখান গ্রামের একটি পুকুর থেকে বকুল রানী নাথ (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।বকুল রানী নাথ ঝালকাঠি মহাকুমার প্রথম প্রশাসক এস এস নাথের বোন। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখানের মৃত হরেন্দ্র নাথের মেয়ে।পুলিশ জানায়, গাবখান এলাকার সুশীল চন্দ্র নাথ স্ত্রী বকুল রানী নাথ সাঁতার জানতেন না। সকালে কাজ করতে গিয়ে পুকুরে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। দুপুরে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে বকুল রানীর স্বামী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন বলেন, পুকুর থেকে বকুল রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জানতে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে বকুল রানী নাথের ভাইপো মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য সমরেশ নাথ অভিযোগ করেন, আমার পিসির মৃত্যু স্বাভাবিক নয়। তাকে জোর করে পানিতে ফেলে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করেন তিনি।