মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) নিজস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক রাজনীতিবিদ ও সমাজসেবক, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় বীরগঞ্জ উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে পদপ্রার্থী সকলের দোয়া, আশীর্বাদ ও দলীয় মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ শামীম ফিরোজ আলম এর মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো.আমিনুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক আব্দুল হক সবুজ, কেন্দ্রীয় আ.লীগের উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক রাজিউর রহমান রাজু, সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.নুরল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, আবুল খায়ের সাংঠনিক সম্পাদক, উপজেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ঈশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল,প্রচার সম্পাদক মিঠু রায়, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক ও নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, হিন্দু-বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর বাহা বাপ্পী, উপজেলা যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা মহিলা লীগের নেত্রী অনিতা রায়, ছাত্রলীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব সহ আরো অনেকে । এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।