
মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :
পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সম্ভাব্য ৫ জন প্রার্থীর আত্মপ্রকাশ পেয়েছে ।তারা হলেন,তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত-ই-খুদা (মিলন) ।ইউনিয়ন আওয়ামীলীগ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আসির উদ্দিন ।থানা সেচ্ছাসেবক লীগ এর সদস্য মোঃ আশরাফ আলী বকুল, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মোঃ আতিয়ার রহমান, বর্তমান ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোঃ রাসেদ আলী সরকার ।নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মোঃ কুদরত-ই-খুদা (মিলন ) বলেন, ২০১১ সালে প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করি ফলে ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে পুনরায় নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দ্বায়িত্ব পালন করছি ।এর মধ্যে এখন পর্যন্ত ইউনিয়নে যতগুলো গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হয়েছে তার মধ্যে উল্লখযোগ্য হল , বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু , ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন,রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন সহ সাধারণ মানুষের চাওয়া পাওয়া গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বাস্তবায়ন করি ।আমি আশাবাদী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেলে বিপুল ভোটে বিজয়ী হব । দলের বাইরে যাব না ।আমি আশাবাদী আসন্ন নির্বাচনে দল পুনরায় সমর্থন করবে ।বীর মুক্তিযোদ্ধা মোঃ আসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করেছি।এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য মন স্থির করেছি।এবার দলীয় প্রতীক নৌকা পাওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে ।দেশ স্বাধীন করেছি শেষ বয়সে ইউনিয়নের মানুষের জন্য কিছু করতে পারলেই আমার সার্থকতা ।সাধারণ মানুষের যথেষ্ট সমর্থন রয়েছে ।আশা করছি দল সার্বিক বিবেচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আশরাফ আলী বকুল বলেন, এলাকার মানুষের জন্য যখন যা প্রয়োজন তখন তাই করেছি ।ইউনিয়নে সাধারণ মানুষের যথেষ্ট সমর্থন রয়েছে । অনেকেই চাচ্ছে আসন্ন নির্বাচনে আমি অংশগ্রহণ করি।তবে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি ।পারিপার্শিক অবস্থা বিবেচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো ।একি কথা বলেন , বিএনপি সমর্থিত প্রার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাসেদ আলী সরকার । তিনি বলেন, দলীয় প্রতীক ধানেরশীষ আশা করছি ।এই প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করবো ।বর্তমান জেলা পরিষদ সদস্য ও মোঃ আতিয়ার রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি । এ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছি ।ইউনিয়নের মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।আমিও চাই ইউনিয়নের মানুষের জন্য কিছু করতে ।দলীয় প্রতীক ধানেরশীষ পাওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে ।তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো ।