Subscribe our Channel

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান  প্রার্থীরা 
মোঃ তোতা মিয়া- বিভাগীয়- ব্যুরো প্রধান- রংপুর :
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।।পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা । ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনসমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করছেন অনেকেই।তবে উল্লখযোগ্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে ৬ জন প্রার্থীর নাম। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৬ সালে নির্বাচিত হওয়া বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারেক হোসেন । গত নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে অংশগ্রহণ কারী মোঃ বাদশা সোলায়মান ।স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোহাম্মদ আলী ।বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ কলিম উদ্দিন ও মোঃ লুৎফর রহমান , জাসদ সমর্থিত প্রার্থী মোঃ মোস্তাফা জামাল (রাজু)।এ বিষয়ে, বর্তমান চেয়ারম্যান মোঃ তারেক হোসেন বলেন, গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই । দ্বায়িত্ব গ্রহণের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করি ।যার মাধ্যমে ইউনিয়নের মানুষের চাহিদা পূরণে আমি সক্ষম হয়েছি ।এবারও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবো ।আমি আশাবাদী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করবো।মোঃ বাদশা সোলায়মান বলেন, গত নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেলেও তেমন ভাবে প্রস্তুতি না থাকায় বিজয়ী হতে পারি নি ।এবার আগে থেকেই নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিয়েছি।এলাকার মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিলাম ।করোনা মহামারীতে ত্রাণ সহায়তা সহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করেছি।স্কুলের ছাত্র ছাত্রীদের বই ,খাতা , কলম, ছাতা স্কুল ড্রেস দিয়েছি যাতে ইউনিয়নে কোন গরিব মানুষের সন্তান এসবের অভাবে পড়াশোনা আটকে না যায় ।যুব সমাজের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছি  ।আমি আশাবাদী আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেলে বিপুল ভোটে বিজয়ী হব ।স্বতন্ত্র প্রার্থী মোঃ মহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি ।যার ফলে দাতা হিসেবে ইউনিয়নে একটা পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছি ।দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে কিভাবে সামনে এগিয়ে যাবো সেই লক্ষ্যে কাজ করেছি ।সাধারণ মানুষ আমাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে চায় তাই আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের জন্য মন স্থির করেছি।চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করবো ।মোঃ মোস্তাফা জামাল (রাজু) বলেন, গত নির্বাচনে অংশ গ্রহণ করে যথেষ্ট জন সমর্থন আদায় করতে সক্ষম হই ।এবার জনসমর্থন আগের চেয়ে অনেক বেশি ।তবে পরিস্থিতি বিবেচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো ।বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ কলিম উদ্দিন ও মোঃ লুৎফর রহমান বলেন, দলীয় প্রতীক ধানেরশীষ পেলে নির্বাচনে অংশ গ্রহণ করবো ।তবে সেটা আসন্ন পরিস্থিতির উপর নির্ভর করবে ।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হলে নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *