
নিজস্ব প্রতিবেদক : হাটহাজারী মাদরাসাতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহটি আসে। মাদরাসার মহাপরিচালকের দায়িত্বে ৩৪ বছর ছিলেন ।আজ ১৯ সেপ্টেম্বর সকাল ৯টায় মরহুমের লাশবাহী গাড়িটি মাদরাসা এলাকাতে আসে ।। তবে তার আগে ভোর ৪টার দিকে রাজধানীর ফরিদাবাদ মাদরাসা থেকে মরহুমের মরদেহ বহনকারী গাড়িটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিলেন।শুরা কমিটির সিদ্ধান্ত মতে মরহুমের মরদেহটি জোহরের আগের সময় পর্যন্ত হাটহাজারী মাদরাসার শ্রেণিকক্ষে সকলকেই দেখার জন্য উন্মূক্ত করে দিয়েছেন । এমনকি জোহরের নামাজের শেষে মাদরাসার মাঠ প্রাঙ্গনেই তার নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে এবং জানাজার শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে মরদেহটি দাফন করা হবে। আল্লামা শাহ আহমদ শফী গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যুবরন করেন। বিষয়টি পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে নিশ্চিত ভাবে জানালেন আল্লামা শফীর ভাগ্নে তাউহীদ এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর ভাবে শোকেএবং দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই শোক বার্তাতে শেখ হাসিনা জানালেন, ‘তিনি ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন এমনকি পাশাপাশি কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও অনেক ভূমিকা রেখেছেন।(চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতে আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হলে শেষ নিশ্বাসটি ত্যাগ করেন ।