
আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “ মুজিববর্ষের অঙ্গীকার- কৃষি হবে দূর্বার” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহামারী কোভিড-১৯ সংক্রমনের ভয়াবহতা বিবেচনা করে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। খাদ্য পরিদর্শক মোঃ গাউসুল আযম মাহবুবা রব্বানী (তুহিন) এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার নুরজাহান খাতুন, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ওএমএস ডিলারদের সতর্ক করে বলেন, চাল নিয়ে কোন প্রকার চালবাজি বরদাস্ত করা হবে না। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওএমএস ডিলারগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।