Subscribe our Channel

আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধার পরিবার ভাড়া বাসায় অবস্থান করছে

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধার পরিবার বর্তমানে পরিবার নিয়ে ভাড়া বাসায় অবস্থান করছে। জানাগেছে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সাহাব উদ্দীন বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ গ্রামে ক্রয়কৃত জমিতে বাড়ী নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দীনের মৃত্যুর পর তার স্ত্রী- সন্তানরা পরিবারসহ ওই বাড়ীতে বসবাস করছেন। এলাকাবাসী জানান, গত ২৯ অক্টোবর ভোর প্রায় পাঁচটার দিকে সাহাবউদ্দীনের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওইদিন ওই বাড়ীতে পরিবারের কেহই উপস্থিত ছিলেন না। ঘরের দরজায় তালা দেয়া ছিল। ঘরে অগ্নিকান্ডের ঘটনার সময় প্রতিবেশীরা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। বোদা হতে ফায়ার সর্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সাভিস কর্তৃপক্ষ বলেন, শর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দীনের বড় ছেলে মোঃ ফারুক হোসেন বলেন, অগ্নিকান্ডে ঘরে রক্ষিত লেপ,তোষক, বিছানা, বালিশ,খাট, শো-কেস, টিভি, ফ্রিজ অন্যান্য আসবাব পত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাঁই হয়েছে। বর্তমানে পরিবার নিয়ে ভাড়া বাসায় অবস্থান করছি। এব্যাপারে মূল্যবান কাগজপত্রের নাম ও নম্বর উল্লেখ করে মরহুম বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে হারুন অর রশিদ আটোয়ারী থানায় একটি জিডি করেছেন যার নম্বর ১২৬০, তারিখ: ৩০/১০/২০২০। ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক চলার জন্য ২০ কেজি চাল সহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *